খ্রিস্টমাসের মরসুমে আবার হতাশায় ডুবল লন্ডন। নয়া চেহারায় আগের চেয়ে আরও সত্তর শতাংশ বেশি সংক্রামক রূপ নিয়ে এবার আরও বেশীমাত্রায় করোনা ছড়িয়েছে লন্ডন সহ দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে। দ্রুত সংক্রমণ রুখতে এবার আরো কড়া লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
"ভাইরাস যখন চরিত্র বদলেছে, তখন আমাদেরও সমস্যা মোকাবিলায় বদল আনতে হবে", দাবী করেন ইংল্যান্ড প্রধানমন্ত্রী। এই নতুন ধরনের ভাইরাসের জন্য বিগত সপ্তাহগুলোতে দ্বিগুণ হয়েছে সংক্রমণ। লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডেই মোট জনসংখ্যার ৩১ শতাংশের বাস এবং এখানেই এতদিন থ্রি-টায়ার পদ্ধতিতে লকডাউন জারি ছিল। তবে এবার কড়াকড়ি আরও বেড়ে টায়ার ফোর পন্থায় লকডাউন আরোপ করা হল। অফিস বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বাইরে বেরোনো যাবেনা এবং সিনেমাহল, শপিং, রেস্তোরাঁ বন্ধ থাকবে সবই। সর্বোচ্চ ১ জনের সাথে দেখা করার জন্যই বাইরে বেরোনোয় ছাড় পাওয়া যাবে। সপ্তাহের ছুটির দিনগুলোতে কোভিড নিয়মাবলীতে এতদিন সামান্য শিথিলতা থাকলেও এবার তা কড়াকড়ি হবে এবং বড়দিনেও সামাজিক মেলামেশায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে আশা জাগিয়ে করোনা টিকার সফল ট্রায়াল শুরু করেছিল ইংল্যান্ড, অথচ বর্তমান পরিস্থিতিতে আবারো নিরাশা গ্রাস করেছে ব্রিটিশদের।