করোনা রিপোর্ট পজিটিভ এলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকস মিনেসোটা থেকে একটি সভা করে ফিরছিলেন ট্রাম্পের সাথে। সেখানেই তিনি অসুস্থ বোধ করায় প্লেনেই তাঁকে আইসোলেট করা হয়। পরে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। ডোনাল্ড ট্রাম্প তখনই টুইট করে সেখবর জানান। আরও জানান তিনি এবং তাঁর স্ত্রী রিপোর্ট আসার জন্য অপেক্ষা করছেন। কিন্তু হোকসের রিপোর্ট আসার সাথে সাথেই আইসোলেশনে চলে যান দুজনেই।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
খানিক পর রিপোর্ট আসে ট্রাম্পদের। দুজনেই পজিটিভ। ডোনাল্ড সেকথা টুইটারে লিখে জানান, "আমরা করোনা আক্রান্ত। এক্ষুনি থেকেই আইসোলেশনে গিয়ে চিকিৎসা করবো। এটাই ভালো যে আমরা একসাথে মোকাবিলা করতে পারবো।"
নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার মধ্যে করোনা আক্রান্ত হয়ে পড়া চিন্তা বাড়াচ্ছে ট্রাম্প শিবিরে।