আরব দেশগুলিতে অবাধে চুরি যাচ্ছে ভারতের পরিযায়ী শ্রমিকদের মজুরির বড় একটা অংশ। সম্প্রতি সামনে এসেছে ওমানের একটি ঘটনা। সেখানে কর্মরত এক ভারতীয়কে ৩০ এপ্রিল কাজ ছেড়ে দিতে বলে মালিক। চুক্তি অনুযায়ী ওই শ্রমিকের এক মাসের বেতন অতিরিক্ত পাওয়ার কথা। ওমান ছাড়ার দু''দিন আগে তিনি জানতে পারেন, বাড়তি বেতন দূর, তাঁর আরও ১১ দিনের কাজের মজুরিও মালিক দেয়নি। হাতে সময় না থাকায় এই চুরির বিহিত তিনি করতে পারেননি।
পশ্চিম এশিয়ার অনেক জায়গাতেই এ ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এখানে কাজ করেন ভারতের প্রায় ৯০ লাখ শ্রমিক, এমনকি উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররাও। কোভিডের কারণে এঁদের অনেকেই বিনা নোটিশে ছাঁটাই হয়ে যাচ্ছেন। আর মালিকরা তাঁদের ন্যায্য পাওনা লুটে লক্ষ লক্ষ ডলার ভরছেন নিজেদের পকেটে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
আশ্চর্য হলেও সত্য, ভারতীয় দূতাবাসগুলিকেও এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। কুয়েতে ভারতীয় দূতাবাসের এক কর্তা জানিয়েছেন, ও দেশে থাকাকালীন ভারতীয়দের কোনও অধিকার লঙ্ঘিত হয়েছে কিনা, জানার ব্যবস্থা নেই। মজুরি চুরি যাওয়া অধিকাংশেরই আর্থিক ক্ষমতাও নেই এই অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের। ফলে মজুরি লুট চলছেই।