কোভি ডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ইউরোপের বেশ কিছু দেশে। ফ্রান্স এবং জার্মানির পর এবার দ্বিতীয় দফার লকডাউনের সিদ্ধান্ত নিল বেলজিয়াম সরকার।
সরকারের তরফে জানানো হয়েছে, জরুরি জিনিসপত্র এবং পরিষেবা স্বাভাবিক থাকলেও অন্যান্য দোকানপাট এবং ব্যাক্তিগত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ১৫ নভেম্বর পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধ থাকার সাথে সাথে সব রেস্টুরেন্ট এবং পানশালা বন্ধ থাকবে। সঙ্গে সঙ্গে এও বলা হয়েছে যে, রাতের কারফিউ জারি থাকবে গোটা দেশে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
ইউরোপের দেশগুলোর মধ্যে সংক্রমণের হার বেলজিয়ামে সর্বাধিক। তাই, কোভিড পরিস্থিতি সামলাতে লকডাউনের পথে হাঁটল বেলজিয়াম প্রশাসন।