বাজেট লেভেল মোবাইলের জগতে এক কথায় Xiaomi কোম্পানির নাম শীর্ষে আছে। তবে বর্তমানে এই কোম্পানি বিভিন্ন ফ্ল্যাগশিপ রেঞ্জের মোবাইল লঞ্চ করছে। কোম্পানির নতুন ধামাকা Xiaomi Mi 11 Ultra। এই স্মার্টফোন নিয়ে দীর্ঘদিন ধরেই নেটদুনিয়ায় চর্চা ছিল। অবশেষে এই আল্ট্রা ফ্ল্যাগশিপ অত্যাধুনিক মোবাইল চীনের বাজারে লঞ্চ করেছে। ভবিষ্যতে এই মোবাইল ভারতের বাজারেও লঞ্চ করবে। আসুন আজকের এই প্রতিবেদনে Xiaomi Mi 11 Ultra মোবাইল ফোনের স্পেসিফিকেশন ও দাম সমন্ধে সবিস্তারে জেনে নিন।
Xiaomi Mi 11 Ultra স্পেসিফিকেশন: Xiaomi Mi 11 Ultra মোবাইলে ৬.৮ ইঞ্চির একটি E4 অ্যামোলেড ডিসপ্লে আছে যার রেজোলিউশন QHD+ এবং রিফ্রেশ রেট ১২০ Hz। এই ফোনে ডিসপ্লের সুরক্ষার জন্য একটি গরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ফোনে স্নাপড্রাগণ ৮৮৮ প্রসেসর আছে। এই ফোনে অত্যাধুনিক ক্যামেরা আছে যাতে প্রাইমারি সেন্সর Samsung GN2 ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শুটার ও বাকি দুটি ক্যামেরা Sony IMX586 এর ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আছে। এছাড়াও এই মোবাইলে একটি টেলিম্যাক্রো লেন্স আছে। এই ফোনে বিশাল শক্তিশালী ৫০০০ mAh এর একটি ব্যাটারি আছে যা ৬৭ ওয়ার্ড ফাস্ট চার্জিং ও ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।
Xiaomi Mi 11 Ultra দাম: Xiaomi Mi 11 Ultra মোবাইলের তিনটি ভেরিয়েন্ট আছে। এই ফোনের ৮ জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৫৯৯৯ ইয়ান বা ৯১৪ মার্কিন ডলার। ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৪৯৯ ইয়ান বা ৯৯০ মার্কিন ডলার। এছাড়াও Mi 11 Ultra-র হাই-এন্ড মডেল বা ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৬৯৯৯ ইয়ান বা ১০৬৫ মার্কিন ডলার।