একুশে জুন উত্তর গোলার্ধের আক্ষরিক অর্থে বছরের 'বড় দিন' বা দীর্ঘতম দিন আর সেই দিনেই মানুষ সাক্ষী থাকল আর এক বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য এই বছরের প্রথম সূর্য গ্রহণ।
গ্রহণ তিন ধরনের হয়
- খন্ডগ্রাস
- বলয়গ্রাস
- পূর্ণ গ্রাস
এদিন সূর্যের 'বলয়গ্রাস' সূর্যগ্রহণ ছিল। সকাল 9:15 থেকে সূর্যের বলয়গ্রাস গ্রহণ শুরু হয় এবং দেশের বিভিন্ন রাজ্য থেকেই দেখা যায়। এই গ্রহণ চলে দুপুর তিনটে বেজে তিন মিনিট পর্যন্ত ভারত ছাড়াও এই মহাজাগতিক দৃশ্য ধরা পড়েছে চীন, ওমান, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, তিব্বত, তাইওয়ান, সৌদি আরব এবং কম্বোডিয়ায়।