বিজ্ঞানের পূর্ববর্তী ধারণা ছিল যে বিবর্তন গত ভাবে মানুষের কাছাকাছি অবস্থান করা কিছু প্রাণী (এপ, প্রাইমেট, সিমপঞ্জি) এবং কিছু নকলকারি পাখি ছাড়া অন্য প্রজাতিরা হাসতে জানেনা। সম্প্রতি জার্নাল বায়ো আকোষ্টিকসে প্রকাশিত একটি প্রবন্ধ সেই ধারণা নস্যাৎ করে দিয়েছে। UCLA নিউজ রুমের জেসিকা উল্ফ লিখেছেন, ‘ কমপক্ষে ৬৫টি প্রজাতিতে হাসার অভিব্যাক্তি লক্ষ্য করা গেছে, যার মধ্যে প্রাইমেট ছাড়াও গরু, কুকুর, শেয়াল, সিল, বেজী এবং তিনটি পাখির প্রজাতি যেমন parakeets ও australian magpies উল্লেখযোগ্য।
লিজ ল্যাঙলে ২০১৫ সালে নেশানাল জিওগ্রাফিকে লিখেছেন এপ এবং ইঁদুর হলো এমন দুটো জানা প্রজাতি যারা হাসতে জানে। হ্যাঁ, ইঁদুর হাসতে জানে। উপরের ভিডিওটায় দেখলে দেখা যাবে ইঁদুরকে সুড়সুড়ি দিলে ইঁদুর হেসে ওঠে। UCLA প্রাইমেটোলজিস্ট সাশা উইনক্লার এবং প্রফেসার গ্রেগ ব্রায়ান্ট ইঁদুরের এই ‘play vocalisation’ গুলোকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যেহেতু ইঁদুরেরা শব্দত্তর (Supersonic) তরঙ্গের ভোক্যালাইজেসান ব্যবহার করে তাই মানুষ এদের বা বেশিরভাগ প্রজাতিরই হাসি চিহ্নিতকরনে ব্যার্থ ।