দেশের ডিজিটাল বিপ্লবকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এবার মুকেশ আম্বানির নেতৃত্বে ফাইভ জি পরিষেবা আনছে রিলায়েন্স জিও নেটওয়ার্ক। আজ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস অনুষ্ঠানে মুকেশ আম্বানি ঘোষণা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আত্মনির্ভর, প্রযুক্তিতে উন্নত দেশ গড়ে তোলার নেতৃত্ব দিচ্ছেন, সেখানে ইন্টারনেট বিপ্লবের পরবর্তী ধাপ হিসেবে ২০২১ সালের মাঝামাঝিই ফাইভ জি পরিষেবা আনছে তাঁর কোম্পানি। এই প্রসঙ্গে তিনি এও জানান, ফাইভ জি পরিষেবার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং যন্ত্রপাতি সবই তৈরি হবে ভারতে।
দিন কয়েক আগে, ফাইভ জি পরিষেবা দেশে আসতে এখনও ২-৩ বছর সময় লাগবে - সুনীল মিত্তলের এই ভবিষ্যদ্বাণীকে কার্যত ভুল প্রমাণ করে মুকেশ আম্ব্বানির এই ঘোষণা নিঃসন্দেহে ভারতীয় টেলিকম ক্ষেত্রে এক সাহসী ঘোষণা।
অন্যদিকে, আজই নোকিয়া দাবি করেছে, ফাইভ জি পরিষেবার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তি ও যন্ত্রপাতি তাঁরা অবিলম্বে তৈরি করবে। সুতরাং ২০২১-এ নোকিয়া এবং রিলায়েন্স জিও টক্কর যে জোরদার হবে, তা বলাই বাহুল্য।