গতবছর জাতীয় নিরাপত্তার স্বার্থে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল (PUBG Mobile) ব্যান করে দেওয়া হয়েছিল গোটা দেশে। তারপর থেকেই চিনা সম্পর্ক ছেদ করে গেমের সাউথ কোরিয়ান কোম্পানি ভারতীয় সার্ভারে গেমটি আনার জন্য চেষ্টা করছিল। অনেকের মধ্যেই তীব্র উত্তেজনা ছিল যে কবে লঞ্চ করবে Battleground Mobile India? তবে সমস্ত প্রতিক্ষার অবসান ঘটিয়ে গত ১৭ জুন ভারতে লঞ্চ করেছে গেমটি। তবে বর্তমানে প্লে স্টোরে গেমটির বেটা ভার্সন পাওয়া যাচ্ছে। ভারতীয় পাবজি গেমের ফ্যানেরা এখন থেকেই প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে গেমটি খেলতে পারছে। তবে মনে রাখা দরকার এখন যেটি ডাউনলোড হচ্ছে সেটি হল "টেস্ট ভার্সন"। কিছুদিনের মধ্যেই বাগ স্থির করে অফিশিয়ালি লঞ্চ হবে Battleground Mobile India।
তবে এখন যারা প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করছেন তারা অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় গুগল প্লে স্টোর গেমটি অনেকক্ষণ ধরে লোড হচ্ছে দেখাচ্ছে এবং কিছুক্ষণ বাদে ইন্সটল হচ্ছে না। আবার কিছু সময় দেখা যাচ্ছে যে মেসেজ আসছে স্লট ভর্তি হয়ে গেছে। আসলে একসাথে অনেক পাবজি ফ্যান গেমটি ডাউনলোড করতে চাওয়ায় সকলকে টেস্ট ভার্সন দেওয়া সম্ভব হচ্ছে না। বেশ কিছু আপডেট নিয়ে তৈরি হয়েছে ভারতের জন্য নতুন পাবজি মোবাইল। তবে এর মধ্যেই জানা যাচ্ছে বেশ কিছু স্মার্টফোনে খেলা যাবে না এই জনপ্রিয় গেম। আপনার স্মার্টফোন কি সেই দলেই? জেনে নিন Battleground Mobile India খেলতে আপনার স্মার্টফোনে কি কি স্পেসিফিকেশন অবশ্যই লাগবে।
ভারতের জন্য পাবজি মোবাইল প্রস্তুতকারী সংস্থা ক্রাফটন গেমিং অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছিল যে এই গেম বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে চলবে। গেমটি চালাতে গেলে স্মার্টফোনে ২ জিবির বেশি র্যাম হওয়া আবশ্যিক এবং ফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভার্সন ৫.১.১ এর বেশি হতে হবে। যেসমস্ত ফোনে র্যাম ২ জিবির কম তারা এই গেম খেলতে পারবে না। বিভিন্ন নামিদামি মোবাইল যেমন Tecno Spark 7 বা Samsung Galaxy M01 এ এই গেম খেলা যাবে না।