ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক নতুন ইতিহাস রচনা করল ১৪ ফেব্রুয়ারি তারিখে। ঠিক সকাল ৫ টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাশূন্যে পাড়ি দিলো ইসরোর পিএসএলভি-সি৫২ রকেট। এই সফল উৎক্ষেপনের মাধ্যমে মহাকাশ গবেষণায় এক নয়া নজির স্থাপন করল এই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর তাজে যেন আজ এক নতুন সাফল্যের পালক যুক্ত হল। এই উৎক্ষেপণের সাফল্যকে কেন্দ্র করে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ও ইওএস-০৪ এর হাত ধরে এবার পৃথিবীর ওপর নজরদারি সংক্রান্ত ও তথ্য প্রদানের ক্ষেত্রে ভারত আরও একধাপ এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, পৃথিবীর কক্ষপথে এদিন ৩ টি উপগ্রহ পাঠিয়েছে ইসরো। পিএসএলভি-সি৫২ রকেট পৃথিবীর কক্ষপথে এই তিনটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপন করবে। এরমধ্যে অন্যতম ভূ পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-০৪। এই উপগ্রহটির ওজন প্রায় ১ হাজার ৭০০ কেজি। বিজ্ঞানীদের মতে, এই উপগ্রহটি ভারতের কৃষিক্ষেত্রে এক নয়া দৃষ্টান্ত স্থাপন করতে পারে। কারণ এটি কৃষি, সবুজায়ন, বৃক্ষরোপণ, জলের অনুসন্ধান, মাটির আর্দ্রতা এবং বন্যার রূপরেখা নিয়ন্ত্রণে বিজ্ঞানীদের মহাকাশ থেকে ছবি তুলে পাঠাতে পারবে। এছাড়া বাকি দুটি উপগ্রহ হল 'ইন্সপায়ার-১' এবং 'আইএনএস-২বি'। প্রথমটির তুলনায় অপেক্ষাকৃত ছোট এই কৃত্রিম উপগ্রহ দুটি আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রা নিয়ে গবেষণা চালাবে।
এদিনের সফল উৎক্ষেপণের পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানান ইসরোকে। তিনি জানিয়েছেন, "কৃষিকাজের ক্ষেত্রে কতটা কার্যকরী প্রমাণিত হতে পারে এই স্যাটেলাইট তা নতুন করে বলার কোনো দরকার নেই। এই সফল উৎক্ষেপণ প্রত্যেক ভারতবাসীর জন্য গর্বের।" প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালেই ইসরো নিজেদের এই প্রোজেক্টের বিষয়ে জানিয়েছিল। জুলাই মাসে পিএসএলভি-সি৫২ রকেটের লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে এতদিন এই স্যাটেলাইট লঞ্চ করা সম্ভব হয়নি।