গতবছর গালওয়ান সীমান্তে ভারতীয় সেনার ওপর চিনা সেনার অতর্কিত আক্রমণে শহীদ হয়েছিল অনেক ভারতীয় জওয়ান। তারপর থেকেই ভারতজুড়ে চিনা পণ্য বর্জনের ঝড় ওঠে। একের পর এক চীনা অ্যাপ্লিকেশন ব্যান করে দেয় ভারত সরকার। এমনকি দেশজুড়ে চীনা পণ্য ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে যা আপনাকে রীতিমত অবাক করে দেবে। জানা গিয়েছে, ২০২০ সালে অন্যান্য সব বছরের তুলনায় সবচেয়ে বেশি চাইনিজ স্মার্টফোন কিনেছে ভারতবাসী।
পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গত ২০২০ সালে সর্বাধিক বিক্রিত ৬ স্মার্টফোনের মধ্যে ৫ টি হল চিনা ফোন। ভারতের বাজারে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে রিয়েল মি কোম্পানি এক বছরে ২২ শতাংশ গ্রোথ রেট দেখা গেছে ভারতের মাটিতে। এছাড়া জনপ্রিয় শাওমি কোম্পানি ভারতের বাজারের ২৬ শতাংশ ব্যবসা করেছে যা স্যামসাং (২১ শতাংশ) কোম্পানির থেকেও অনেক বেশি। এমনকি ২০২০ অর্থবর্ষের শেষার্ধে ভারতের বাজারে ১০০ মিলিয়ন ফোন বিক্রি হয়েছে যার খুব বেশি অংশ জুড়ে রয়েছে শাওমি(Xiaomi) কোম্পানির বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো।