শুরুতেই বড়সড় ধাক্কা খেল চিন (China)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) নভশ্চরদের নিয়ে যাওয়ার শুরুতেই ভেঙে পড়ল চিনা রকেট। বৃহস্পতিবার বেজিংয়ের সময় সকাল ৯ টা ২২ মিনিট অর্থাৎ ভারতীয় সময় সকাল ৬ টা ৫২ মিনিটে উৎক্ষেপণ করা হয় চিনের রকেট লং মার্চ ২ এফ। রকেটিতে ছিলেন ৩ জন নভশ্চর। মহাকাশ স্টেশনে মানুষ পাঠানো এটাই ছিল চিনের প্রথম পদক্ষেপ। সফল হলে এক যুগান্তকারী ঘটনার সাক্ষী থাকত চিন।
সূত্রের খবর, চিনের গোবি মরুভূমির জিউকুয়াং উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই রকেটটি ছড়া হয়েছিল। ওই দেশের সরকারি চ্যানেলে তার লাইভ দেখানোও হচ্ছিল। তবে প্রথম প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে বলে খবর। রকেটটিতে ছিলেন ৩ নভশ্চর হাইশেং, লিউ বোমিং এবং তাং হোংবো। বিস্ফোরণের আগে এই ৩ নভশ্চর দেশের মানুষদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠান। তাঁদের সহকর্মীরা সে দেশের দেশাত্মবোধক গান গেয়েছেন বলেও খবর।
মহাকাশ গবেষণায় চিন যথেষ্ট এগিয়েছে। মঙ্গলে রোবট পাঠানো, চাঁদ থেকে মাটি পাথর তুলে আনার মতো বড় কাজ করেছে। তবে এই প্রচেষ্টা সফল হলে চিনের মুকুটে একটা নতুন ইতিহাস তৈরি হত বলছেন ওয়াকিবহাল মহল।