সিরিজ সেরা হয়েও তাদেরকে দিতে হল সেই ফাইন। আরো একবার জাভাগাল শ্রীনাথ শাস্তি দিলেন ভারতীয় ক্রিকেট দলকে। মন্থর বোলিং এর জন্য আবারো ফাইন দিতে হলো ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি সহ বাকি দের। জানা যাচ্ছে তাদের শাস্তি এবার দ্বিগুণ হয়েছে অর্থাৎ ম্যাচ পারিশ্রমিকের ৪০% কেটে নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দুই ওভার কম বল করেছেন ভুবনেশ্বর কুমার এবং শার্দুল ঠাকুর। শনিবার যে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হল সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কুড়ি ওভার শেষ করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। মাঠে দুই আম্পায়ার নীতিন মেনন এবং অনিল চৌধুরী এবং তৃতীয় আম্পায়ার অনন্ত পদ্মনাভন দেখেন ভুবনেশ্বর সহ বাকি বোলাররা ২ ওভার কম বল করেছেন। এই কারণেই ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এর কাছে তারা রিপোর্ট দিয়েছেন।
জানা যাচ্ছে তারপরে জাভাগাল শ্রীনাথ তাদের প্রত্যেকের ম্যাচ পারিশ্রমিকের ৪০% জরিমানা ধার্য করেছেন। আইসিসি এর নিয়ম অনুযায়ী যদি অত্যন্ত ধীরগতিতে বল করা হয় তাহলে ২০% জরিমানা কেটে নেওয়া হবে। তবে সূত্রের খবর, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তাদের এই শাস্তি সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ফলে এই নিয়ে আদালতে যাওয়ার কোনো প্রসঙ্গ উঠছে না। যদিও এর আগে বিরাট কোহলির এরকমই একটি ফাইন দিতে হয়েছিল। সেই সময় তারা নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছিলেন। এই কারণে তাদের পারিশ্রমিকের ২০% টাকা কেটে নেওয়া হয় এর আগে।