বড়ো জয় বিরাটদের! এবারে একদিনের ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেই রাহুল, ক্রুনাল, এবং ধাওয়ানের ঝোড়ো ইনিংসের ওপরে ভর করে ব্রিটিশদের ধরাশায়ী করলো ভারত। তার সঙ্গে চেরি অন দ্যা টপ ছিল নবাগত প্রশিধ কৃষ্ণার ইয়র্কার। নিজের প্রথম একদিনের ম্যাচেই ৪টি উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়ার ভক্তদের কাছে নিজের ইমেজ তুলে ধরলেন দক্ষিণের এই জোরে বোলার। ম্যাচের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করলো বিরাট বাহিনী। রোহিত শর্মা খুব একটা ভালো না খেললেও ম্যাচের হাল ধরলেন বিরাট এবং শিখর। বিরাট আউট হলেন ব্যক্তিগত ৫৬ রানে। দুর্ভাগ্যবশত ব্যক্তিগত ৯৮ রানে আউট হওয়ার পরে ভারতের ইনিংস নিজের হতে তুলে নিলেন কে এল রাহুল। রাহুলের ৬২ এবং হার্দিক ভ্রাতা ক্রুনালের মাত্র ৩১ বলে ৫৮ ভারতকে একটা খুব শক্তিশালী জায়গায় নিয়ে গেলো। ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নিলেন মার্ক উড এবং ৩টি নিলেন বেন স্টোকস। ভারত টার্গেট দিল ৩১৮ রানের।
এই পাহাড় প্রমাণ টার্গেট পূরণ করতে গিয়ে হিমশিম খেলো ব্রিটিশ বাহিনী। ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্ট দুর্ধর্ষ শুরু করলেন। কিন্তু জেসন রয়কে আউট করলেন প্রসিধ কৃষ্ণ এবং বেয়ার্স্টকে আউট করলেন শারদুল ঠাকুর। ব্যাস তার পরেই ম্যাচের মোড় ঘুরে গেলো। মাত্র ১ রান করেই প্রষিধ কৃষ্ণার বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেলেন স্টোকস। তারপর তাসের ঘরের মতো পড়তে শুরু করলো ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। একে একে ইয়ন মরগান, জস বাটলার, স্যাম বিলিংস আউট হয়ে গেলেন। মঈন আলী কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে আউট করে দিয়েই কার্যত ভারতের জয় নিশ্চিত করলেন ভারতের হয়ে এই ম্যাচের সবথেকে কম রান খরচ করা সেই ভুবনেশ্বর কুমার। ৬৬ রানে বিশাল জয় অর্জন করে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ভারত।