খেলা হচ্ছে সম্পূর্ণ রূপে ভিন রাজ্যে, তাই এবারের সেমিফাইনালে কোন রকম হোম এবং অ্যাওয়ে ম্যাচের ব্যাপার নেই। এটিকে মোহনবাগান এবং নর্থইস্ট ইউনাইটেড দুটি দল নিজেদের সমস্ত শক্তি নিয়ে এদিনকার ম্যাচে নামতে প্রস্তুত হয়েছিল। যদি প্রথম লেগে সেমিফাইনালে একটা ম্যাচ জিতে যাওয়া যেত তাহলে সেমিফাইনালে বেশ কিছুটা এগিয়ে যাওয়া যায়। সেই লক্ষ্যে প্রথম দিকে বেশ ভালো শুরু করেছিল এটিকে মোহনবাগান। প্রথম ৯০ মিনিটের মধ্যে ১ গোলে এগিয়ে ছিল অন্তনিও লোপজ হাবাস এর দল। কিন্তু শেষ মুহূর্তে ইনজুরি টাইমে একটি গোল খেয়ে বসায় একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো সবুজ মেরুন শিবিরকে।
এদিন ম্যাচ এর প্রথম থেকেই ভালো খেলছিল এটিকে মোহনবাগান। ডেভিড উইলিয়াম এর দুর্দান্ত শটে প্রথমেই এক গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-০ ব্যবধানে। কিন্তু দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে ইদ্রিসার সাইলার গোলে জয় লাভের স্বপ্ন শেষ হয় মোহনবাগানের। শেষমেষ ১-১ বলে ম্যাচ ড্র করে ড্রেসিং রুমে ফিরতে হয় মোহনবাগানকে।