টানা তিনবার রণবীর কাপুরের দল মুম্বাই সিটি এফসি এর কাছে হারল কলকাতার এটিকে মোহনবাগান। অভিষেকেই ট্রফি কলকাতায় আনতে ব্যর্থ হলে তারা। হাইভোল্টেজ ফাইনালে মুম্বাই সিটি এফসি সঙ্গে মেরিনারদের গোলে ব্যবধান রইল ২-১। প্রথমে কিন্তু ডেভিড উইলিয়াম এর গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তিরি আত্মঘাতী গোল করে মোহনবাগানকে ডুবিয়ে বসেন। শেষ লগ্নে, মুম্বাইয়ের হয়ে গোল করে দিলেন বিপিন। এর ফলে, আরো একবার চলতি সিজনেই সার্জিও লোবেরার দলের কাছে হারলেন অন্তনিও লোপজ হাবাস। প্রতি আক্রমণের ফুটবলে উল্টে গেলেও মাঝ মাঠ দখল করে প্রথম থেকেই মুম্বাই কিন্তু মোহনবাগানের সম্পূর্ণ সাপ্লাই লাইন একেবারে আটকে দিয়েছিল।
১৮ মিনিটের মাথায় রয় কৃষ্ণার পাস সুন্দর ভাবে গোলে রূপান্তরিত করলেন ডেভিড উইলিয়ামস। ভালো খেলছিল প্রথম থেকেই মোহনবাগান। কিন্তু সে গোলের ব্যবধানে খুব একটা বেশিক্ষণ ধরে রাখতে পারলোনা এটিকে। ২৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে মুম্বাইকে সমতায় ফিরিয়ে দিলেন তিরি। আহ্মেদ জানু বল বাড়িয়েছিলেন, কিন্তু সেই বল ক্লিয়ার করার জায়গায় নিজেদের গোলে দিয়ে বসলেন তিরি। ফলে স্প্যানিশ স্টপার তিরি চলতি সিজনে দ্বিতীয় বার আত্মঘাতী গোল করে বসলেন। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি খেলা চলার পরেও, দ্বিতীয়ার্ধে প্রথম থেকেই আক্রমণ নিজের হাতে ধরে রাখল মুম্বাই সিটি এফসি। ৮৫ মিনিটের মাথায় তিরি পেলেন হলুদ কার্ড। শেষমেষ ৯০ মিনিটের মাথায় মুম্বাইয়ের হয়ে জয়সূচক গোলটি করে দিলেন বিপিন সিং। এরপরে মোহনবাগান এর পক্ষে আর গোল করা সম্ভব হলো না। ফলে, চলতি সিজনে তিন তিনবার মুম্বাই সিটি এফসি এর কাছে হেরে ট্রফি হাতছাড়া করল অন্তনিও লোপজ হাবাস এর দল।