বারংবার প্রচার, জনসভা এমনকি গরীব মানুষের ঘরে একবেলা খেয়েও, ২০২১-এ বাংলা দখলের স্বপ্ন পূরণ হয়নি বিজেপির। জয় নিশ্চিত থাকলেও, পুরো হিসেবেই পড়েছিল জল। তবে কেন হিসেব উল্টে গেল? ঠিক কী কী কারণে বিজেপি নিজেদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারল না? এই সকল প্রশ্নের উত্তর শুনতে চাইছেন বিজেপির নেতৃত্বেরা, যার মধ্যে উল্লেখযোগ্য অমিত শাহ এবং জেপি নাড্ডা। তবে এই রিপোর্ট রাজ্য নেতাদের থেকে নয়, একেবারে জেলা থেকে বুথস্তরের রিপোর্ট কী? হারের জন্য কী কী দায়ী? কী ভুল পদক্ষেপ হয়েছিল? প্রচারে কোন বিষয়টিকে মানুষ ভালভাবে নেয়নি? এই সকল প্রশ্নের উত্তর চাইছে দিল্লি।
সে কারণে ২৯জুন কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠক। যে বৈঠকে থাকতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও রাজ্য কমিটির সদস্য এবং সব জেলার সভাপতিরা উপস্থিত থাকবেন। এই বৈঠকেই বিপর্যয়ের কারণ পর্যালোচনা এবং ক্ষোভ প্রকাশ্যেও আসতে পারে।
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এক সংবাদমাধ্যমকে বলেছেন, দলের মিটিং-মিছিলে মানুষ আসছিলেন। বিজেপির পক্ষে হাওয়া তৈরি হয়েছিল, কিন্তু তারপরও কেন আশানুরূপ ফল হল না তা দেখার দরকার রয়েছে। সূত্রের খবর, কার্যকারিণী বৈঠকে আগামী দিনে দলের সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা হতে পারে। ওই বৈঠকের পরই দলের বিভিন্ন রাজ্যস্তর থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনে রদবদলের সম্ভাবনা আছে।