অবশেষে বিজেপির মিছিলে শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন গোলপার্কের মিছিল থেকেই তৃণমূলকে আক্রমণ করে তাঁদের বক্তব্য, ‘‘২০১১ সালে যে চিন্তা নিয়ে আমরা সরকার গড়েছিলাম, ২০১৬ সালে সরকারে ফিরেছিলাম, তার থেকে এখন অনেক দূরে চলে গিয়েছে তৃণমূল।’’
এমনকি তৃণমূলে গিয়ে স্বপ্ন ভঙ্গের পর শোভন চট্টোপাধ্যায় বলেন, "অনেক স্বপ্ন দেখে তৃণমূলে থেকে লড়াই করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সোনার বাংলা গড়েছেন। কিন্তু গরু পাচারের, কয়লা পাচারের সোনার বাংলা আমরা চাইনি।’’
এখানেই শেষ নয়, পাল্টা বৈশাখী বন্দ্যোপাধ্যায় শ্লোগান তুলে বলেন, ‘‘শপথ নিয়েছি সদ্য, ঘরে ঘরে পদ্ম।’’
সূত্রে খবর, গত সোমবার মিছিলে আসেননি শোভন-বৈশাখী। আর সেই কারণেই এদিন তাঁদের জন্য আলাদা মিছিলের আয়োজন করে বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা নেতৃত্ব।
এই মিছিলের পরিস্থিতিতেই শোভন-ঘনিষ্ঠদের দাবি, ‘‘শুধু বিজেপি-র কর্মীই নয়, দাদার অনুগামীরাও অনেকে মিছিলে যোগ দেন। দীর্ঘদিন পরে দাদা পথে নামলেন। অনেকেই এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন।’’