ভোট মিটতেই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির হস্তক্ষেপ পর্যন্ত দাবি করেছে শুভেন্দু অধিকারী-সহ বহু বিজেপি নেতা। এবার তাঁদের বিরুদ্ধেই তীব্র আক্রমণ তৃণমূল নেতৃত্বের। ট্যুইটারে তাঁরা লিখলেন, "৩৫৬ ধারা বাগবাজারের রসগোল্লা নয় যে চাইলেই মিলবে।"
এদিন সুখেন্দুশেখর রায় লেখেন, “৩৫৬ ধারা প্রয়োগের বায়নাক্কা বাগবাজারের রসগোল্লা নয় যে চাইলেই পাওয়া যায়। গণতন্ত্রে মানুষের রায় এড়িয়ে যাওয়া যায় না। যারা এই সাংবিধানিক রীতিনীতি মানতে চায় না তারা কর্তৃত্ববাদী তথা স্বৈরতান্ত্রিক ধ্যানধারণায় বিশ্বাসী। বাংলার জনগণ এমন অশুভ শক্তিকে সম্পূর্ণ পরাস্ত করেছে।”
একই সুরে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বিধানসভা নির্বাচনে জনতার দরবারে পরাজিত হবার পর শুধুমাত্র হতাশাজনিত কারণে বাংলার সাধারন মানুষের ইচ্ছাকে পদদলিত করার লক্ষ্যে যারা ৩৫৬ ধারার কথা বলছেন তারা আসলে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছেন।"