বাংলায় জোরকদমে একুশে বিধানসভা নির্বাচন চলছে। ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আরও ৩ দফা নির্বাচন। তবে এরইমাঝে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। মারণ ভাইরাসটির মিউট্যান্ট স্ট্রেন ভারতে দাবানলের মত ছড়িয়ে যাচ্ছে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলতি সপ্তাহে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছিল। গোটা দেশের মতোই ভোটমুখী বাংলাতেও করোনা সংক্রমণ প্রচুর হচ্ছে। সংক্রমনের ভয়াবহতা দেখে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে চিঠি লিখে আরজি জানিয়েছিল যাতে শেষ দুই দফা ভোটগ্রহণ প্রক্রিয়া একসঙ্গে করা যায়। অন্যদিকে নির্বাচনী প্রচারে লাগাম টানতে আজ অর্থাৎ মঙ্গলবার কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
বর্তমান করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে রাশ টানার জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তার প্রেক্ষিতে আজ হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন জানিয়েছেন, "করোনা পরিস্থিতিতে সমস্ত বিধি মেনেই যাতে ভোটপ্রচার বা ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। প্রয়োজন পড়লে অতিরিক্ত পুলিশ ও প্রশাসনের সাহায্য নিয়ে গোটা প্রক্রিয়া দেখভাল করতে হবে।" তবে কমিশন রাজ্যের কাছে এই ব্যাপারে সাহায্য চাইতে পারবে নাকি সেই ব্যাপারে আগামী বৃহস্পতিবার পরিষ্কার নির্দেশ দিয়ে দেবে হাইকোর্ট। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ফের শেষ দুই দফা নির্বাচন একসঙ্গে করার আরজি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।