সফল অস্ত্রোপচারের পর আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তবে ভোকাল কর্ডে অস্ত্রোপচারের জেরে আপাতত দশদিন কথা বলতে পারবেন না মদন মিত্র। তাই হাসপাতাল থেকে বেরিয়ে এসে আজ এক অন্যরূপে ধরা দিলেন মদন মিত্র। কথা বলতে পারবেন না তাতে কী? কাগজে লিখে বার্তা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
প্রসঙ্গত, আজ দুপুরে এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ির উদ্দেশ্যে বের হন মদন মিত্র। মুখে বাঁধা ছিল ব্যান্ডেজ। স্বভাবতই, এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের বাইরে ছিল অনুরাগীদের উপছে পড়া ভিড়। আর তাদের উদ্দেশ্যে মদন মিত্রের বার্তা, "এতদিন আমি বলতাম। এখন অন্যরা বলবে আমরা শুনব।" লিউকোপ্লাস্ট লাগিয়ে SSKM হাসপাতালের উডবার্ন বিভাগ থেকে বের হয়ে লিখিত বিবৃতিতে তৃণমূল বিধায়ক, চিকিৎসকদেরও ধন্যবাদ জানান।
সূত্রের খবর, আগামী ১০ দিন একেবারেই কথা বলতে পারবেন না তিনি। বিশেষ পদ্ধতিতে খাওয়ানো হবে তরল খাবার, এমনটাই হাসপাতাল সূত্রে খবর।এমনকি দেড় মাস পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন। কারণ, ততদিন কোনও স্লোগান বা বক্তৃতা দেওয়া যাবে না। এরপর তিনি আরও জানান, আজ হাসপাতাল থেকে বাড়ি যাবেন। সেখান থেকে বিধানসভায় যাবেন। কারণ, বিধানসভায় বাজেট অধিবেশন চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। জানান, তাঁর গলায় সমস্যা হচ্ছে। চিৎকার করলে কাকের মতোন আওয়াজ বেরোচ্ছে স্বরযন্ত্র থেকে। তাই চিকিৎসদের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন। সেই মতোই গতকাল সকাল এগারোটা নাগাদ অস্ত্রোপচার হয় মদন মিত্রের। বিধায়কের জন্য এসএসকেএমে তৈরি হয়েছিল মেডিক্যাল বোর্ড।