চতুর্থ দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। পঞ্চম দফায় ভোটগ্রহণের এখনো পাঁচদিন বাকি। এরই মাঝে ফের একবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কসবা। ভোটপর্ব মিটে গেলেও থামেনি সংঘাত এবং দু-পক্ষেরই দোষারোপ-পাল্টা দোষারোপে অশান্তি চরমে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন হয়েছে এবং পুলিশের লাঠিচার্জেও আহত হয়েছেন বেশ কয়েকজন।
ঠিক কি হয়েছিল? স্থানীয় বিজেপি সূত্রে জানা গেছে, গতকাল রাতে আচমকাই তাদের ১০৮ নম্বর পার্টি অফিসে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কার্যালয়ের সামনে বসে থাকা বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট, বোতল ছুঁড়ে মারা হয়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল যার জেরে মহিলাসহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূল সূত্রে খবর, ভোট শুরুর আগে থেকেই ওই পার্টি অফিসে দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছে। পার্টি অফিসের ছাদ থেকে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোতল ছোঁড়ে ওরা এবং এর জেরে বেশ কয়েকজন তৃণমূল কর্মী চোট পেয়েছেন। বচসা থেকে সংঘাত হাতাহাতিতে পৌঁছালে উত্তেজনা চরমে ওঠে। ঘটনাস্থলে আসে পুলিশ এবং লাঠিচার্জ শুরু করে। এই নিয়েও বিজেপি অভিযোগ জানায়, বেছে বেছে তাদের কর্মী সমর্থকদের ওপরই লাঠি চালিয়েছে পুলিশ। আপাতত কড়া পুলিশি প্রহরায় রয়েছে কসবা।