১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। তাই তার আগে কলকাতায় নাগরিক পরিষেবা উন্নতির ১০ দিক মাথায় রেখে কলকাতা পুরভোটের আগে নিজেদের ইশতেহার প্রকাশ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ইশতেহারে দেখা গিয়েছে মহিলাদের উন্নতির জন্য নানা দিকের কথা। তার সঙ্গেই আছে স্বাস্থ্য ক্ষেত্র এবং আরো অনেক দিকের উল্লেখ। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হল কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয় তৈরি করা। নারীদের জন্য এই শৌচালয় নির্মিত হলে কলকাতায় পথে-ঘাটে মহিলাদের চলাচলে আরো সুবিধা হবে বলে মনে করেছে তৃণমূল কংগ্রেস।
শনিবার দুপুরে মহারাষ্ট্র নিবাস থেকে দলীয় ইশতেহার প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। চলুন দেখে নেওয়া যাক এই ইশতেহারের প্রতিশ্রুতি গুলি এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে কি কি করবে সেই ব্যাপারে।
- কলকাতার প্রতিটি জায়গায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করায় বেশি জোর দেবে তৃণমূল কংগ্রেস
- নিকাশি ব্যবস্থার উন্নতি করতে ২০০টি পাম্প বসাবে শাসক দল।
- ৩০টি ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেন্টার তৈরি করা হবে।
- পাড়ায় পাড়ায় নিষ্পত্তি সেল তৈরি করা হবে। কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করা হবে।
- জন্ম-মৃত্যু শংসাপত্র সম্পূর্ণ অনলাইনে পাওয়া যাবে।
- স্বাস্থ্য কেন্দ্রগুলি ২৪ ঘণ্টা খোলা থাকবে।
- কলকাতার পার্ক এবং বাজার হাট পরিছন্নতায় আরো জোর দেবে তৃণমূল কংগ্রেস।
- প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয় তৈরি করা হবে।
- স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা উন্নতি করা হবে।
- নাইট শেল্টার বাড়ানো হবে।
এদিন ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বললেন, "কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটিতেই আমরা জয়লাভ করবো। কোথায় কোথায় আমাদের দুর্বলতা রয়েছে এবং কোথায় কাজ বাকি সবকিছু আমরা দেখে নেবো। আরো বেশি করে সেদিকে নজর দেওয়া হবে। যারা নির্বাচিত হবেন, তারা মনে রাখবেন যেন সারা বছর এলাকায় আপনাদের দেখা যায়।" ভোকাল টনিক দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বললেন, "আত্মতুষ্টি নয়, বরং একত্রিত হয়ে আবারো নির্বাচনে লড়াই করতে নামুন।"