গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় বসে ছবি আঁকছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। রং তুলি হাতে সেই পুরানো মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বমহিমায় দেখা গেল।
উল্লেখ্য, গতকাল নির্বাচন কমিশন 'প্ররোচনামূলক' মন্তব্যের জেরে ২৪ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সিদ্ধান্তকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক মুখ্যমন্ত্রী একাই গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন বলে সূত্রের খবর।
মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে, গান্ধী মূর্তির পাদদেশে ধর্নার অনুমতি এখনো মেলেনি। তৃণমূল কংগ্রেসের তরফে ধর্নার অনুমতি চেয়ে আজ সকাল ৯.৪০ নাগাদ ই-মেইলের মাধ্যমে ইস্টার্ন কম্যান্ডের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তবে এত কম সময়ের মধ্যে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে সেনার ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই ধর্না প্রসঙ্গে রাজ্য তথা দেশজুড়ে শোরগোল পড়ে গেছে। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত এক টুইট বার্তায় 'বাংলার বাঘিনীর' পাশে আছেন বলে জানিয়েছেন। যদিও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন, "উনি কথায় কথায় রাস্তায় বসে পড়েন। দুঃখের বিষয় উনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় বসে পড়ছেন। এভাবে একজন মুখ্যমন্ত্রী কমিশনের অবমাননা করছেন, এটা মানা যায় না।"