ত্রিপল চুরি মামলায় আরো চাপে শুভেন্দু। তার বিরুদ্ধে এফআইআর খারিজ করা হোক, এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। কিন্তু এই ত্রিপল মামলায় এফআইআর খারিজ এবং তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানানো সত্ত্বেও হাইকোর্টে কোন সুবিধা হলো না শুভেন্দুর। বিচারপতি জানিয়ে দিলেন কেস ডায়েরি না দেখে এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, এই মামলার পরবর্তী শুনানির তারিখ জানানো হয়েছে আগামী ২২ শে জুন। হাইকোর্টের বিচারপতিরা জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কোনো দাবি শোনা হচ্ছে না, যা হবে শুনানির সময় হবে। আপাতত তাকে তদন্তে সহায়তা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতে সুবিধা না হওয়ার পরে এই অভিযোগ সম্পূর্ণ রূপে ভুয়ো বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি আরো বলছেন, "শুভেন্দু অধিকারীর এত দুর্দিন আসেনি যে ত্রাণের ত্রিপল চুরি করতে হবে।"
ঘটনাটি ঘটেছে বেশ কিছুদিন আগে যখন, ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল গোটা পূর্ব মেদিনীপুর। সেই সময় কাঁথি পৌরসভা থেকে ত্রাণের ত্রিপল চুরি করার অভিযোগ উঠেছিল নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikary) বিরুদ্ধে। এই মর্মে কাঁথি পুরসভার বোর্ডের এক সদস্য কাঁথি থানায় এফআইআর করেছিলেন তাদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ান তাদের সঙ্গে যুক্ত ছিল বলে জানা যায়। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই এফআইআরের বাতিলের দাবিতে শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যা আজ কলকাতা হাইকোর্ট সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে।