বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী, এই গুঞ্জনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সদস্যপদ সহ দলের অন্যান্য পদ থেকে পদত্যাগ করলেন শুভেন্দু। তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বৃহস্পতিবার পদত্যাগ জমা দিলেন তিনি। গতকাল অর্থাৎ বুধবারই তৃণমূলের প্রাক্তন এই নেতা বিধানসভার সদস্যপদ থেকে পদত্যাগের প্রস্তাব দেন।
বৃহস্পতিবার, বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানান, যে তিনি তাঁর সচিবালয় থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র পেয়েছেন। তবে এখনই এই পদত্যাগপত্র গৃহীত হয়েছে না প্রত্যাখাত হয়েছে, সে বিষয়ে কিছু বলতে নারাজ। প্রাক্তন তৃণমূল নেতা ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, এই সপ্তাহে অমিত শাহের বঙ্গ সফরকালেই বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।