থেকে থেকে একের পর এক ঘটনা যেন আরও স্পষ্ট করে দিচ্ছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যত। এইবার শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথা শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সোমবার মন্ত্রক সূত্রে এমন কথা শোনা গেলেও এখনও আনুষ্ঠানিক কোনো খবর নেই কোথাও।
সূত্রের খবর শুভেন্দু অধিকারীকে জেড প্লাস নিরাপত্তা দিতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু এখনও পুরো বিষয়টা নির্ভর করছে শুভেন্দুর উপরেই। মন্ত্রী থাকাকালীন জেড প্লাস নিরাপত্তা পেতেন তিনি। এইমুহুর্তে বিধায়ক এবং ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসাবে রাজ্যের থেকে নিরাপত্তা পাচ্ছেন শুভেন্দু। এখন শুভেন্দু যদি রাজ্যের দেওয়া এই নিরাপত্তা ছেড়ে দেন তবেই কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন তিনি।
এই নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক গন্ধ প্রবল। মুকুল রায়ও প্রথমে রাজ্যের দেওয়া নিরাপত্তা ছাড়েন। পরে কেন্দ্রীয় নিরাপত্তা পান। তারপরই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এখন শুভেন্দুর ক্ষেত্রে ব্যাপার আলাদা। বুলেটপ্রুফ গাড়ি— জেড প্লাস সিকিউরিটি! সবমিলিয়ে শুভেন্দুকে হয়তো বেশি আপন করতে চাইছে বিজেপি। এখন শুভেন্দু কি সেটা গ্রহণ করবেন? সময় বলবে।