রাজ্য সরকারের 'মা ক্যান্টিন' নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে তেমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। প্রয়োজনে আইনি পথে গিয়ে গোটা বিষয়ের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আনবেন তিনি, এমনই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি বিষয় রাজ্যপালের কাছে তুলে ধরেন তিনি। সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গমন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। সাক্ষাতের পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অনেকগুলো বিষয়ের মধ্যে বিধানসভা সংক্রান্ত বিষয়ও রয়েছে। এখানে পুরসভা নির্বাচনের কারণে সাধারণ বাজেট অধিবেশন করা হয়নি। যা নজিরবিহীন। উত্তরপ্রদেশ-সহ পাঁচটি রাজ্যের বৃহত্তর নির্বাচন থাকা সত্ত্বেও সংসদে বাজেট অধিবেশন যথাসময়ে হয়ে গেল। কিন্তু রাজ্যে যেহেতু একজনই সবকিছু চালান, সমষ্টির কোন জায়গা নেই, সংবিধানের কোন স্থান নেই, সেগুলো জানানো হয়েছে।"
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন 'মা ক্যান্টিন' নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, "মা ক্যান্টিন অনেক বড় একটি ঘোঁটালা। কিছুদিন অপেক্ষা করে নিজেই তিনি এই বিষয়ে আদালতে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "পুলিশ দলতন্ত্রের হয়ে কাজ করছে। বিরোধী লোকেদের বাধা দিচ্ছে। রাজ্য জুড়ে পুলিশের অপব্যবহার করছে শাসকদল।" রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য তুলে ধরেছেন।
এদিকে দুয়ারে সরকার নিয়েও তিনি রাজ্যপালের কাছে অভিযোগ জমা দিয়েছেন বলে জানিয়েছেন। নির্বাচনী বিধি-নিষেধ জারি হয়ে যাওয়ার পরেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। সবমিলিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গতকালের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলছেন ওয়াকিবহাল মহল।