শুভেন্দু অধিকারীর ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই তুলকালাম রাজ্য রাজনীতি। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ শনিবারই আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু।
এই মুহূর্তে দিল্লিতে আছেন শুভেন্দু। জানা যাচ্ছে কাল একই চপারে অমিত শাহর সহযাত্রী হয়ে শুভেন্দু অধিকারী মেদিনীপুরের সভায় আসবেন। সেখানেই সম্ভবত রাজ্য রাজনীতির নাটকীয় পালাবদল হতে চলেছে। তবে শুধু শুভেন্দু নয়, ঘনিষ্ঠ সূত্রের খবর, আরও প্রায় ১০ জন বিধায়ক আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেবেন।
যদিও বিধানসভার স্পিকার বিমান বসু এখনও শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্র গ্রহণ করেননি। ইস্তফার জন্য সোমবার দুপুর ২ টোয় বিধানসভায় ডাক পড়েছে শুভেন্দুর