শেষমুহূর্তে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও আর শেষরক্ষা হল না। দীপাবলির দিন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার রাত ৮:১৫ নাগাদ অবস্থার অবনতি হওয়ার দরুন সুব্রতবাবুকে উডবার্ন ওয়ার্ড থেকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও আর শেষরক্ষা হয়নি। রাত ৯ টা ২২ মিনিটে ৭৫ বছর বয়সে মৃত্যু হল এই বর্ষীয়ান মন্ত্রীর। বঙ্গ রাজনীতিতে এমন উজ্জ্বল নক্ষত্র পতনে শোকের ছায়া নেমেছে তৃণমূল ভবনে। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, দীপাবলির আগের সপ্তাহে হঠাৎ শরীর খারাপ হয়েছিল সুব্রতবাবুর। তাই গত রবিবার এসএসকেএম হাসপাতালে চেকআপ করতে গেলে তাঁকে ভর্তি করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি হৃদযন্ত্রের দুটি আর্টারিতে ব্লক ধরা পড়ায় তাঁর অ্যানজিওপ্লাস্টি করা হয়। তাঁর তারপর অবস্থার অবনতি হওয়ার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড তৈরি করা হয় যাতে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মন্ডল, সিসিইউ স্পেশালিস্ট অসীম কুন্ডু, মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট সোমনাথ কুন্ডু, এন্ডোক্রাইনোলজি স্পেশালিস্ট সুজয় ঘোষ এবং নেফ্রলজি স্পেশালিস্ট অর্পিতা রায়চৌধুরী। দীর্ঘ এক সপ্তাহ লড়াইয়ের পর আজ চিরবিদায় নিলেন বঙ্গ রাজনীতির চিরসবুজ ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই বাড়ির কালীপুজো ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সাথে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, নির্মল মাঝি প্রমূখরা এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন।