একুশে বাংলা বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে একের পর এক তৃণমূল নেতা দলের বিরুদ্ধে গলায় সুর তুলে বিজেপিতে যোগদান করেছিলেন। তারা ভেবেছিলেন এবার নির্বাচনে হয়তো বিজেপি (BJP) বাজিমাত করবে। বিজেপিতে যোগদান করে তাদের উজ্জ্বল রাজনৈতিক ক্যারিয়ারের পুনরুত্থান হবে। কিন্তু সমস্ত জল্পনা ভেঙে দিয়ে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) তৃতীয়বারের জন্য বেছে নিয়েছিলেন। ভোটের ফল প্রকাশের পর থেকেই আবারও দলত্যাগী নেতারা দলে ফেরার জন্য চোখের জলে আর্জি জানাচ্ছেন। কিছুদিন আগেই সর্বসমক্ষে টুইট করে তৃণমূলের পুরনো দাপুটে নেত্রী সোনালী গুহ (Sonali Guha) বিজেপি ছেড়ে মমতা ব্যানার্জির আঁচলের তলায় আসার অনুরোধ জানিয়েছিলেন।
এরপর গত ২৫ মে সোনালী গুহকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাসভবনে দেখা যায়। এতেই জল্পনা ওঠে তাহলে কি সোনালীকে দলে ফিরিয়ে নিলেন মুখ্যমন্ত্রী? এই বিষয়ে প্রশ্ন করলে সোনালী জানিয়েছেন, "সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মুখ্যমন্ত্রীর ভাই অসীম বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন। তাই তাঁর পারোলৌকিক ক্রিয়ায় তিনি এসেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কোন নেতা-নেত্রীর সাথে তার কথা হয়নি।" তবে সোনালীর মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে সখ্যতা বাড়ানোর প্রয়াস দেখেই বোঝা যাচ্ছে তিনি আবারও শাসক শিবিরে ফিরতে চান। তবে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখায়নি।