সিঙ্গুরে টাটাদের ন্যানো তৈরির কারখানা হতে না দেওয়ার আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সহযোগী মুকুল রায়ের গলায় অন্য সুর! রবিবার হেস্টিংসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিঙ্গুর আন্দোলন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা মুকুল রায়। একটি লিখিত বিবৃতি পড়ে নিজের অবস্থান জানতে গিয়ে তিনি বললেন, “সিঙ্গুরে টাটাদের তাড়ানো ভুল হয়েছিলো। টাটারা যাওয়ার পর এই রাজ্যে আর শিল্প আসছে না।”
কিন্তু সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সহযোগী এখন পুরো উল্টো কথা বলবেন? শুধুই কি দলবদল করে নিজের অবস্থান বদল? এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, “আমি তখনও বলেছিলাম, এখনও একই কথা বলছি। ওটা ভুল হয়েছিল।” এইদিন সংবাদিক বৈঠকে বিগত ১০ বছরে রাজ্যে বেকারত্ব বৃদ্ধি এবং শিল্প আসার পরিবর্তে কলকারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দেন মুকুল রায়।