রাজ্য চলতে থাকা ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তিনজন বিজেপি নেত্রী। এদের মধ্যে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পাল এবং কোয়েম্বাত্তুরের বিজেপি বিধায়ক বনতি শ্রীনিবাসন। এদিন কলকাতা পুলিশের তরফ থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ জানিয়েছে, বেআইনি জমায়েত করার কারণে এদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই গ্রেফতারের বিরুদ্ধে ফেটে পড়েছে বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই জায়গাতে অবস্থান বিক্ষোভে বসে ছিলেন। তখন তাকে কেন বাধা দেওয়া হয়নি? উল্লেখনীয় বিষয় হল, সেই সময় কলকাতা পুলিশ রাজ্য সরকারের হাতে নয় বরং কমিশনের হাতে ছিল। কিছু পদক্ষেপ নিলে কমিশনের নেওয়ার কথা ছিল।
এদিন বিকেলে বিজেপি তিনজন জনপ্রতিনিধিকে গ্রেফতার করে নিয়ে যায় কলকাতা পুলিশ। যদিও কিছুক্ষণ পরে তাদের লালবাজার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেছেন, "রাজ্যে হিংসাকে প্ররোচনা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যকে অশান্ত করতে চাইছে শাসক দল। পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো আগে এই হিংসার উপরে লাগাম লাগান।"