সম্প্রতি বঙ্গ রাজনীতিতে দলবদল ইস্যু রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন ধরেই বনমন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এর সাথে দূরত্ব বাড়ছিল শাসকদলের। গত শনিবার ফেসবুক লাইভে এসে একপ্রকার তিনি ইঙ্গিত দিয়েছিলেন খুব তাড়াতাড়ি তিনি দল ছাড়তে পারেন। তার বাস্তবায়ন ঘটল আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রাজীব ব্যানার্জি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিলেন। যদিও তিনি চিঠিতে তার ইস্তফা দেওয়ার কোন কারণ ব্যাখ্যা করেননি। তবে তিনি জানিয়েছেন, "ন্যায় ও নিষ্ঠার সাথে রাজ্যের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্ববোধ করছি। সেইসাথে সুযোগ দেওয়ার জন্য শাসকদলের প্রতি কৃতজ্ঞ থাকব আমি।" সূত্র মারফত জানা গিয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের হাতে নিজের পদত্যাগপত্র তুলে মন্ত্রিত্বপদ থেকে ইস্তফা নেবেন। তবে এখনই তৃণমূল ছাড়ছেন না তিনি। তবে আরও কয়েকদিনের মধ্যে তৃণমূলের সদস্যপদ ছেড়ে দিলে রাজীবের সামনে বিজেপিতে যোগদান করার পথ অনেকটাই প্রসস্থ হয়ে যাবে।
অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র দেওয়া প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, "রাজীব একজন ভালো ও সৎ নেতা। ওর আত্মমর্যাদা আছে। তিনি বাংলার মানুষের সেবা করতে চান। আর যারা তৃণমূল থেকে সোনার বাংলা গড়তে চায় তাদের দমবন্ধ হয়ে আসছে। তাই তারা তৃণমূল ছাড়তে চান। রাজীবের মত নেতা বিজেপিতে যোগদান করতে চাইলে তাকে স্বাগত জানাব।" এছাড়াও বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন, "রাজীবকে স্বাগত জানাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে। বিজেপিতে যোগ দিলে ওর ভালো হবে। যেমন রাজীবের বিজেপিকে দরকার ঠিক তেমন বিজেপির রাজীবকে দরকার আছে।"