একেই পরিবেশে দূষণ বাড়ছে প্রত্যহ। তার উপর করোনা মহামারীর দাপট। যার জেরে ছট পুজায় বন্ধ করে দেওয়া হল রবীন্দ্র সরোবর। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে বন্ধ হল রবীন্দ্র সরোবরে ছট পুজা। এদিন কেএমডিএ-র তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হল, আজ সন্ধ্যা ৬ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরের দরজা।
উল্লেখ্য, এর আগের দুবছরেও রবীন্দ্র সরোবরে ছট পুজায় নিষেধাজ্ঞা জারি করা হলেও তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সরোবরে ছট পুজা করেছেন বহু পুন্যার্থী। তাই এবারে যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আগেভাগেই ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। পুজোর আগের দিন সন্ধ্যা থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে সরোবরের সমস্ত গেট। কেউ যাতে ভিতরে না ঢুকতে পারে, সেজন্য বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। তবে পুন্যার্থীদের জন্য বিকল্প ব্যবস্থাও গ্রহন করেছে কেএমডিএ। আশেপাশের যে সমস্ত বিকল্প জলাশয়ে ছট পুজা করা যাবে, তার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে কেএমডিএ-র পক্ষ থেকে।
এদিন সরোবর পরিদর্শনে যান সাউথ-ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার সুদীপ সরকার। পুলিশ এবং কেএমডিএ-র যৌথ উদ্যোগে মাইকিং করে প্রচার চালানো হয়। জানা গিয়েছে, মোট ১৭ টি গেটে আজ সন্ধ্যা ৬ টা থেকেই গেট বন্ধ করে চলবে নদরদারি। এজন্য সরোবর চত্বরে মোতায়েন করা হয়েছে ৫০০-রও বেশি পুলিশকর্মী। এঁদের মধ্যে ১৮ জন ইনস্পেক্টর পদের অধিকর্তা, ৭ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৩ জন ডেপুটি কমিশনার এবং ১ জন জয়েন্ট কমিশনার পদের পুলিশ আধিকারিক নিযুক্ত থাকবেন বলেই খবর সূত্রের।