আট দিনের মাথায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রয়াত শঙ্খ ঘোষের পত্নী প্রতিমা ঘোষের। গত ২১ এপ্রিল মৃত্যু হয় কবি শঙ্খ ঘোষের। এবার বৃহস্পতিবার করোনা কেড়ে নিল কবিপত্নী প্রতিমা ঘোষকে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। কবি এবং কবিপত্নী একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন। শঙ্খ ঘোষের মৃত্যুর পর ভেঙ্গে পড়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার অবকাশ তৈরি হয়নি। নিজ বাসভবনে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে খবর।
জলপাইগুড়িতে জন্মেছিলেন প্রতিমা দেবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শঙ্খ ঘোষের সহপাঠী ছিলেন। বিদ্যাসাগর মর্নিং কলেজে করেছেন অধ্যাপনার কাজ। লিখেছেন অসংখ্য বই। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনে কবি শঙ্খ ঘোষের ছায়াসঙ্গী ছিলেন প্রতিমা দেবী। কবি-জায়ার মৃত্যুতে সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে।