ভরসন্ধ্যায় প্রচন্ড বোমাবাজির শব্দে কেঁপে উঠলো রাজ্যের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেনের কসবা থানার অন্তর্গত নষ্করহাট রোডের বাড়ি। তবে কারা এবং কতজন এই ঘটনার সাথে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যেই আজ সকালে ধরপাকড়ের পর এখনো পর্যন্ত গ্রেফতার করা গেছে ৬ জন দুষ্কৃতীকে। ইন্দ্রনীল নিজে সেসময় বাড়ি ছিলেননা, ছিলেন চন্দননগরে। তবে এ ঘটনা প্রসঙ্গে স্পষ্ট বলেন, "যারাই এ কাজ করে থাকুক, তারা কাপুরুষ।"
ঠিক কি হয়েছিল গতকাল? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ প্রায় দশখানা বাইক ও দুটো চারচাকা গাড়ি সমেত ইন্দ্রনীলের বাড়ির সামনে চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়ির একশো মিটারের মধ্যেই বোমাবাজি ও তান্ডব চালায়। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রাহুল রায়, সোনু সাউ, গৌতম মন্ডল, অশোক বৈদ্য সহ আরও দু'জন দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া বোমা ও দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও ইন্দ্রনীলের কথা অনুযায়ী তার বাড়ির এলাকা খুবই নিরাপদ ও শান্ত, তাও কেন এমন হল প্রশ্নচিহ্ন তার মনেও। আরো জানান বাড়ির সকলেই নিরাপদে আছেন এবং রাজনৈতিক যোগ আছে কিনা কিম্বা মূলচক্রী কে? পুরো ব্যাপারটাই খতিয়ে দেখা হবে ধৃতদের ওপর তল্লাশি চালিয়ে। এই মুহূর্তে পুলিশের কড়া নিরাপত্তায় ঘেরা হয়েছে মন্ত্রীর বাড়ি।