করোনা পরিস্থিতিতে বাজি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন জনৈক সমাজকর্মী। আগামী শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের অবসরকালীন বেঞ্চে হবে মামলার শুনানি।
সামনের বৃহস্পতিবার কালিপুজা। তার আগেই বাজি পোড়ানোকে কেন্দ্র করে হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা। উল্লেখ্য, গত বছরেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাজি বিক্রি এবং পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবছর ফের জনস্বার্থ মামলা দায়ের করলেন রোশনি আলি নামে এক সমাজকর্মী। যদিও ইতিমধ্যেই উত্তর কলকাতার সিঁথির সার্কাস ময়দানে বাজি বাজার বসানোয় ছাড়পত্র দিয়েছে সরকার এবং দমকল। শনিবারই নবান্নে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে এবিষয়ে বৈঠক করেন সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির সভাপতি বাবলা রায়। তবে ছাড়পত্র মেলার পরেও আদালতে বাজি নিষিদ্ধ করার বিষয়ে মামলা হওয়ায় আপাতত হাইকোর্টের রায়ের দিকেই নজর রেখেছেন বাজি বিক্রয়কারীরা।