১৯ আগস্ট, ২০২৫
কলকাতা

দীর্ঘদিন মেলেনি অভিনয়ের সুযোগ, তবুও হিরণের হলফনামায় সম্পত্তির পরিমাণ ৪ কোটি পার!

দীর্ঘদিন হাতে ছবি ছিল না হিরণের, বর্তমানেও নেই, তবুও কোটিতে বিরাজমান হিরণ!
Hiraan Chatterjee 4 crores Bengali News
instagram.com/hiraanchatterjee
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২১
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৭:২৯

ভোটের মুখে সদ্য গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েছেন হিরণ তথা হিরণ্ময় চট্টোপাধ্যায়। এ বারের নির্বাচনে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন তিনি হিরণ। এই আসন থেকেই ২০১৬ সালে জিতে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। কাজেই হিরণের জন্য মনপ্রাণ দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। উলুবেড়িয়ার বাসিন্দা হিরন বর্তমানে স্ত্রী ও মেয়ের সঙ্গে আনন্দপুর থানার অন্তর্গত একটি ফ্ল্যাটে থাকেন।

প্রার্থী হতেই নির্বাচন কমিশনের কাছে তিনি নিজের সম্পত্তির যে হলফনামা জমা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে কোটিতে বিরাজ করেন হিরণ। এদিকে দীর্ঘদিন হাতে ছবি ছিল না হিরণের, বর্তমানেও নেই। তবুও কোটিতে বিরাজমান হিরণ! জানা গিয়েছে, পূর্বে অভিনয়ের সাথে যুক্ত থাকলেও, অভিযোগ বর্তমানে ইন্ডাস্ট্রি কোনো কাজের অফার দিচ্ছে না। তবে হিরণ নিজে একজন সফল ব্যবসায়ী। তেমন তাঁর স্ত্রীও চাকরি করার পাশাপাশি ব্যবসা করেন।

কাজেই হলফনামা অনুযায়ী, হিরণের কাছে নগদ রয়েছে ২ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে ২০ হাজার টাকা। হিরণের নামে একটি গাড়ি রয়েছে, যার বর্তমান মূল্য ৭ লক্ষ ৬৮ হাজার টাকা। স্ত্রীর নামে কোনও গাড়ি নেই। হিরণের ৪ লক্ষ টাকার সোনা রয়েছে, ওদিকে স্ত্রীর গয়নার বাজারদর ৬ লক্ষ টাকা। এছাড়াও ২০১৯-২০ আর্থিক বছরে হিরণ্ময় চট্টোপাধ্যায়ের মোট আয় ৭ লক্ষ ৮০ হাজার ২৫০ টাকা। এবং তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের মোট আয় ৪ লক্ষ ৮২ হাজার ৯৩০ টাকা ছিল। একাধিক ব্যাঙ্কে সঞ্চয় রয়েছে হিরণ এবং তার স্ত্রীর নামে। বিনিয়োগের বহরও প্রচুর। বহু বন্ড, শেয়ার, এনএসএস এবং মিউচুয়াল ফান্ডে টাকা ঢেলেছেন হিরণ। এলআইসি, ডাকঘর, জীবনবিমাতে বিনিয়োগ করেছেন ৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা এবং তাঁর স্ত্রীর বিনিয়োগ ২ লাখ ৫০ হাজার টাকা।

২০১০ সালে হরিদেবপুরে ১ হাজার ১১০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কেনেন তিনি। যার বর্তমান বাজার মূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া কসবায় ৯৭২ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কিনেছিলেন ২০১৫ সালে। যার বর্তমান মূল্য ৯০ লাখ টাকা।

বিভিন্ন সংস্থা থেকে হিরণ মোট ৬৪ লাখ ৫৬ হাজার ১১৪ টাকা ঋণ নিয়েছেন। তাঁর স্ত্রীর ঋণের বোঝা ১১ লাখ ৫৭ হাজার ৭২ টাকা। এছাড়া, বিজেপি প্রার্থী (BJP) হিরণের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৯ ডিসেম্বর

২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর পালা

NY2025
৩১ আগস্ট

বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত ছবি খাদান-এর টিজার

Dev1
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
৭ জুলাই

টলিউড তারকাদের রথযাত্রা উদযাপনের সাক্ষী থাকুন আপনারাও

Rath Tollywood
২৭ জুন

১৫ অগস্ট আসছে 'বাবলি', মুখ্য চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Subhashree babli
২৬ জুন

অগ্রিম টিকিট বুক, ইতিমধ্যেই ব্লকবাস্টার তকমা পেয়ে গিয়েছে এই ছবিটি

Mimi jilepi
২৩ জুন

প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে ‘অষ্টমী’ ধারাবাহিকে

Priyanka Mitra
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
২০ জুন

ছবি রিলিজ পিছিয়ে যাওয়ার পিছনে আসল কারণ কী?

Shiboprasad rakhi