রাজ্যের বিধানসভা নির্বাচনের মাঝে একবছরও সময় নেই। এইবার নির্বাচনে শাসক দল তৃণমূলের অন্যতম প্রতিপক্ষ বিজেপি। রাজ্য বিজেপি তাই তেড়েফুঁড়ে নেমেছে তৃণমূলকে কোণঠাসা করতে। পরপর কর্মসূচি নিচ্ছে তারা। কেন্দ্রীয় নেতৃত্বরা ঘনঘন আসছেন রাজ্যে। দিল্লিতেও মিটিং করে ঠিক হচ্ছে বাংলার জন্য নতুন নতুন পরিকল্পনা। তেমনি পূর্ব নির্ধারিত পরিকল্পনা ৮ অক্টোবর বৃহস্পতিবারের বিজেপির নবান্ন অভিযান। কিন্তু নোটিশ দিয়ে ৮ ও ৯ তারিখ অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার নবান্ন বন্ধ থাকার ঘোষণা করা হলো। আধিকারিকদের এই দুদিন নবান্ন না আসতে অনুরোধ করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে রুটিন স্যানিটাইজেশনের জন্যই নাকি এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে নবান্ন তরফে। একইসাথে বন্ধ রাখা হচ্ছে মহাকরণও।
নবান্ন তরফে স্যানিটাইজেশনের কথা বলা হলেও সেটা মানতে নারাজ রাজনৈতিক মহল। তারা মনে করছে বিজেপি যে চাপ তৈরি করেছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে তাতে যেকোনো সময় অশান্তি তৈরি হতে পারে সেখানে। তাই কোনো ঝুঁকি না নিয়ে সেফ খেলতে চাইছে নবান্ন। সেইজন্যই বন্ধের সিদ্ধান্ত।