বৃহস্পতিবার জেলা সফর থেকে ফিরে সরাসরি নবান্নে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্যানিটাইজেশনের জন্য নবান্ন বন্ধ থাকায় আধিকারিকরা থাকেননি নবান্নে। এদিকে হাওড়া ময়দান, সাঁতরাগাছি, হেস্টিংস, বড়বাজার এলাকায় বিজেপির তাণ্ডবের খবর পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানে। তৎক্ষণাৎ তিনি পৌঁছে জান ভবানী ভবনে। সেখানে ডিজির সাথে বৈঠকে যোগ দেন ভবানী ভবনের কনফারেন্স রুমে। খতিয়ে দেখেন নবান্ন অভিযানে তৈরি হওয়া বিশৃঙ্খলার ছবি, ভিডিও।
জানা যাচ্ছে প্রতিবাদের নামে যে তাণ্ডব চালিয়েছে বিজেপি তা সাধারণ মানুষের কাছে প্রচার করবে রাজ্য। একইসাথে যাদের নেতৃত্বে এই ঘটনা ঘটলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে প্রশাসন।
উল্টোদিকে বিজেপি তাদের মিছিলে পুলিশি অত্যাচারের অভিযোগ করছে ঘটনার সময় থেকেই। পুলিশের লাঠিতে আহত অনেক নেতা কর্মী। আর এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মৌন মিছিল করবে বিজেপি। নেতৃত্বে থাকবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।