আজ রাতেই কলকাতা পৌঁছাচ্ছেন সুপারস্টার তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী এ বিষয়ে জানিয়েছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়েছেন মিঠুন।" তাছাড়াও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, ‘‘মিঠুন’দার সঙ্গে কথা হয়েছে আমার। শনিবার রাতেই তিনি কলকাতায় এসে পৌঁছাবেন। ওঁনার সম্পর্কে এখনই কিছু বলা ঠিক হবে না। তবে এটা ঠিক যে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন উনি।’’
অন্যদিকে ফের বড়ো চমক, কারণ রবিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে থাকছেন অক্ষয় কুমার, সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

রুদ্রনীলের আরও দাবি, "বাংলার আরও তারকা থাকবেন মোদীর মঞ্চে। তবে সবই সময়ে প্রমাণসাপেক্ষ। কারণ, জল্পনায় অনেকের নাম থাকলেও অনেক সময়েই দেখা গিয়েছে, তা বাস্তবের সঙ্গে মিলছে না। অনেক তারকা কথা দিয়েও পিছিয়ে যান। ব্রিগেডে অক্ষয় কুমার তো থাকছেনই। তা ছাড়াও বাংলার বেশ কিছু বড় স্টাররাও থাকবেন। যাঁদের আগে দেখা যায়নি। এর বেশি এখন বলা মানা।’’ তবে মিঠুন চক্রবর্তী ব্রিগেডে আসবেন বলে জল্পনা চাউর হলেও অক্ষয় কুমার কিন্তু ‘চমক’। কারণ এর আগে বাংলার কোনও রাজনৈতিক সভায় বলিউডের সুপাস্টারকে দেখা গিয়েছে বলে কেউ মনে করতে পারছেন না।
প্রসঙ্গত, অক্ষয়কুমারের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক ঘনিষ্ঠ হলেও অক্ষয় পত্নী ট্যুইঙ্কেল, নিজের সাপ্তাহিক কলামে বেশ কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রীকে। তবে এই নিয়ে মাথা ঘামাননি মোদি। তবে বিজেপির সভায় এর আগে তারকাদের হাট না বসলেও, এবার কার্যত আলাদা সব রূপ। কাজেই, বড়ো চমক হিসেবে রইলেন 'অক্ষয়'।
জানা যাচ্ছে, কলকাতা ও শহরতলির সমর্থকদের আনতে প্রায় তিরিশ হাজার বাস বুক করা হয়েছে। অন্যদিকে, নিরাপত্তার জন্য কলকাতার রাস্তায় নামবে প্রায় দুই হাজার পুলিশ। মঞ্চের সামনেই থাকবে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই কলকাতার রাস্তা 'ব্রিগেড চলো স্লোগানে" ভরেছে।