দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে অনুষ্ঠিত বিশ্বকাপ শুটিংয়ের (মিক্সড ইভেন্টে) ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে অনন্য নজির গড়েছেন হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। গতকাল সোনা জেতার খবর পাওয়া মাত্রই শুভেচ্ছার বন্যা বয়েছে। এর আগে ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসেও স্বর্ণপদক পেয়েছিলেন মেহুলি। কাজেই এটি তাঁর দ্বিতীয় স্বর্ণপদক। কাজেই খুশিও দ্বিগুন। এর মধ্যেই আজ, বৃহস্পতিবার মহিলাদের দলগত ইভেন্টেও রুপো জেতেন মেহুলি।
প্রথমসারির জনপ্রিয় এক সংবাদমাধ্যম সূত্রের খবর, অলিম্পিকে অভিনব বিন্দ্রাকে দেখে রাইফেল শুটিং শেখার জন্য মা-বাবার কাছে রীতিমতো বায়না শুরু করে দিয়েছিলেন মেহুলি। বাবার মাইনে, মার সোনা বন্ধক রেখে এমনকি দিদার সাহায্যেও চলেছে মেহুলির রাইফেল শুটিং শেখার খরচ। মেহুলির অদম্য ইচ্ছা দেখে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ কর্তা সুব্রত দাস পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেও জানা গিয়েছে।
তেরো বছর বয়সে রাইফেল শুটিং -এর হাতেখড়ি মেহুলির। ২০১৭-য় ন্যাশনাল ইউথ জুনিয়ার এন্ড সিনিয়ার চ্যাম্পিয়নশিপে একসঙ্গে ন’টি মেডেল জিতে চ্যাম্পিয়ন হন মেহুলি। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসেও স্বর্ণপদক পেয়েছিলেন মেহুলি। চলতি বছর উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি।