৩ মে, ২০২৪
কলকাতা

মাইগ্রেশন সার্টিফিকেট নিতে এসে চরম হয়রানির মুখে ছাত্রছাত্রীরা! অগ্নিগর্ভ কলকতা বিশ্ববিদ্যালয়

করোনাকালে উৎসবসম জমায়েত ও বিশৃঙ্খলার জন্য বিশ্ববিদ্যালয়কেই দায়ী করেছে পড়ুয়ারা
Calcutta University1 Bengali News
কলকাতা বিশ্ববিদ্যালয় instagram.com/nilanjanpathak
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুলাই ২০২১
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ৬:২৫

অষ্টমীর রাতে লাইন দিয়ে কলকাতার থিমপুজো দেখার সাথে গুলিয়ে ফেললেও অত্যুক্তি হবেনা। বরং সেই উৎসবের আমেজে শৃঙ্খলা থাকে যা আজকের মাইগ্রেশন সার্টিফিকেট সংগ্রহের উৎসবে একেবারেই উধাও। হ্যাঁ, এমনই এক বিশৃঙ্খল দিন প্রত্যক্ষ করল কলকাতা বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিট ক্যাম্পাস। আর এর জন্য সম্পূর্ণ দায়ী ইউনিভার্সিটি, কার্যত এমনটাই ক্ষোভ উগরে দিয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

একটি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গিয়ে নতুন কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে পুরোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর বাতিল করে নতুন বিশ্ববিদ্যালয় থেকে নতুন রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় পড়ুয়ারা। এক্ষেত্রে প্রয়োজন হয় মাইগ্রেশন সার্টিফিকেট, যা পুরোনো বিশ্ববিদ্যালয় থেকে আপিল করার নির্দিষ্ট দিন পর সংগ্রহ করতে হয়। নতুন কলেজে ভর্তি নেওয়া ছাত্রছাত্রীদের প্রায় অধিকাংশই এপ্রিলের আগেই CU- থেকে পুরোনো রেজিস্ট্রেশন বাতিল করে এবং মাইগ্রেশন সার্টিফিকেট প্রাপ্তির জন্য ইউনিভার্সিটি থেকে নির্দিষ্ট তারিখ দেওয়া হয় প্রত্যেককে। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে সিংহভাগ ছাত্রছাত্রীদের তা সংগ্রহ করা বাকি থেকে যায় কারণ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মতোই করোনাকালে লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। মাঝেমধ্যে কাজ হলেও তা ছিল অনিয়মিত। বারংবার বহু ছাত্রছাত্রী অভিযোগ করে, সার্টিফিকেট আনতে গিয়ে অনেক সময়েই কাউকে না পেয়ে ফিরে আসতে হয়।

গত শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেবাশীষ দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্য সাতটা অবধি কাজ চালিয়ে প্রায় ৭০০ জন পড়ুয়াকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং পরবর্তী ডেট হিসেবে আজ অর্থাৎ মঙ্গলবার, ১৩ই জুলাই ছাত্রছাত্রীদের আসতে বলা হয়। একটি প্রথম সারির বাংলা দৈনিকে তা প্রকাশিতও হয়। আর সেই সূত্রেই আজ বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েত হয় ছাত্রছাত্রীদের। দীর্ঘক্ষণ বাইরে চড়া রোদে লম্বা লাইনের পর গেট খোলায় হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে শ'য়ে শ'য়ে ছাত্রছাত্রী। সারিবদ্ধভাবে ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর কোনোরকম ব্যবস্থা না করেই সকলকে একসাথে ঢোকানো হয় ক্যাম্পাসে। ধাক্কাধাক্কি, মারামারি, চিৎকারের চোটে চরমে ওঠে ছাত্র অসন্তোষ। বচসা বাধে কর্তৃপক্ষের সাথেও। হাতাহাতিতে জড়ায় দু-পক্ষ। এত সংখ্যক পড়ুয়ার জমায়েত হবে জেনেও কেন পরপর বেশ কয়েকটি দিনকে ধার্য করা হলনা, প্রশ্ন ওঠে ছাত্রছাত্রীদের তরফ থেকে। করোনাবিধি শিকেয় তুলে প্রায় ৫ ঘন্টা ধরে এই প্রকার অপেক্ষা, জমায়েতের ফলবশত ঠেলাঠেলি, বেসামাল ধাক্কাধাক্কিতে চোট-আঘাত সহ্য করেও অনেকেকেই ফিরে যেতে হয় খালি হাতে। যদিও শেষে কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অবশ্য ছাত্র হয়রানি সংক্রান্ত কোনো প্রশ্নেরই কোনো সদুত্তর মেলেনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee
২১ অক্টোবর

পরিবেশ সচেতনতা থেকে স্কুলের দিন, কী কী ভাবে সেজে উঠবে এবার পুজোর থিম?

Hatibagan kundu Bari
২০ অক্টোবর

দুর্গা পুজোর মেট্রো গাইড দেখে নিন এক নজরে

Kolkata metro
৩০ সেপ্টেম্বর

ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, প্রচার চালাতে হবে : ফিরহাদ হাকিম

Mamata Firhad
২০ আগস্ট

যাদবপুর-সহ নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলেও, কোনও উত্তর দেননি ডায়মন্ডহারবারের সাংসদ

Abhisekh White sit boom
১২ আগস্ট

৫ ঘণ্টারও বেশি চেষ্টা করার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে

dead body 2
৫ আগস্ট

গতকাল সকালে বেহালায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার

lalbazar police station
৪ আগস্ট

নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

kolkata municipality
২ আগস্ট

রবীন্দ্রনাথের পদ্মা যাপন, এবং কালজয়ী সৃষ্টি নিয়ে বিশেষ অনুষ্ঠান আগামী ২০ অগস্ট

Rabindranath Thakur 2
১ আগস্ট

আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা

Nusrat bold