নবান্নের বৈঠক সেরে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসব উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছাবার্তার পাশাপাশি রাজনৈতিক বিরোধীতারও আঁচ পাওয়া যায় তাঁর সুরে। বিশেষত ছুটি নিয়ে বৈষম্য করেছে কেন্দ্রীয় সরকার, এমনটাই দাবি জননেত্রীর।
ক্ষমতায় আসার পরই তৃণমূল সরকারের তত্ত্বাবধানে প্রতি বছর এই দিনে অ্যালেন পার্ক উৎসব মুখর হয়ে ওঠে ও সারা সপ্তাহ জুড়েই সাজ সাজ রবে থাকে কলকাতা। এবছর কলকাতা বড়দিন উৎসবের দশ বছর পূর্তিতে আগামী ৩০ শে ডিসেম্বর অবধি চলবে যীশুর জন্মোৎসব। ক্রিসমাস ও আগাম নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তোপ দাগেন রাজ্যের প্রধান বিরোধী বিজেপির দিকে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে। যীশুর জন্মদিন কেন জাতীয় ছুটির আওতায় আসবেনা এমন প্রশ্ন গতবছরও করেন বলে জানান তিঁনি। "কেন্দ্রে বিজেপি সরকার এসে দিনটিকে জাতীয় ছুটির তালিকা থেকে বাদ দিয়েছে", অভিযোগের তীর স্পষ্ট। এও স্মরণ করান যে অনেক রাজ্যে এই দিন ছুটি নেই কিন্তু বাংলায় সংবিধানকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে ধর্মনিরপেক্ষতা প্রাধান্য পায়। এদিনও রাজনৈতিক প্রসঙ্গ টেনে ক্ষুদ্র শিল্প ও আবাস যোজনায় বাংলার উন্নয়ন বাকিদের ঈর্ষার কারণ বলেও উল্লেখ করেন তিঁনি।