শহীদ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই দলীয় সংগঠনে পরিবর্তন আসতে চলেছে আভাষ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই খাতায় কলমে এই দলীয় সংগঠনের রদ বদল হয়ে গেলো। আগামী বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে জেলা স্তর থেকে রাজ্য কমিটি সর্বত্রই আমুল পরিবর্তন করেছেন নেত্রী।
তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষকের পদ বিলোপ করা হলো। এখন থেকে ঐ পদের যাবতীয় কাজকর্ম স্বহস্তে পরিচালনা করবেন নেত্রী বলে জানা গিয়েছে। ঝাড়্গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, নদীয়া, সহ উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর এই আটটি জেলার সভাপতি পরিবর্তিত হলো। দলের রাজ্য কমিটিতে যুক্ত হলো নতুন দুই নাম যথা চত্রধর মাহাতো এবং একদা বাম রাজনীতিতে নিমগ্ন তরুণ তুর্কী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাত সদস্য বিশিষ্ট স্টেয়ারিং কমিটির নতুন সদস্যরা হলেন যথাক্রমে ফিরহাদ হাকিম, শান্তা ছেত্রী, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, শুভেন্দু অধিকারী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ২১ জন সদস্য বিশিষ্ট রাজ্য সমন্বয় কমিটিতেও উঠে এলো বেশ কিছু নতুন নাম।