রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য শুরু হয়েছিল দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি। আর এই কর্মসূচির কাজ ইতিমধ্যেই বেশ ভালভাবে চলছে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে দলের তরফে একটি নতুন জনসংযোগ কর্মসূচি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে দুয়ারে তৃণমূল।
আগামী বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ আরও জোরদার করার জন্য আগামী ২১ জানুয়ারি থেকে রাস্তায় নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। নতুন এই কর্মসূচি অনুসারে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের উন্নয়নের কাজ তুলে ধরতে চলেছেন। তার পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সেগুলিকে সমাধান করার পরিকল্পনা তারা করেছেন।

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নতুন কর্মসূচি চালানো হবে। দলের সমস্ত নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন খুব ভালোভাবে এই কর্মসূচি পালন করা হয়। নেত্রীর নির্দেশ এর বিস্তারিত ভাবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পেশ করে দিয়েছেন তৃণমূল নেতা সুব্রত বক্সী।