মূল্যবৃদ্ধির আগুন জ্বলছে বাজারে৷ প্রতিদিনের খাবার জোগাড় করতে নাকাল হচ্ছেন রাজ্যের মানুষ৷ এই অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সোমবার তাঁকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
চিঠিতে মুখ্যমন্ত্রী নতুন কৃষি আইন ও অত্যাবশ্যকীয় পণ্য আইনের উল্লেখ করে বলেছেন, এই দুই আইনের ফলে কৃষকদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও বিপদে পড়েছেন৷ নতুন আইনে যেহেতু আলু, পেঁয়াজের মতো পণ্যগুলিকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে এবং অবাধ মজুতদারির অধিকারকে আইনি করা হয়েছে, তাই বাজারে এসবের দাম বাড়ছে৷ এদিকে নতুন আইনে অত্যাবশ্যকীয় পণ্য বন্টনের ক্ষেত্রেও রাজ্য সরকারের ভূমিকা খর্ব করা হয়েছে৷ ফলে তাঁদের হাত–পা বাঁধা৷ এই অবস্থায় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে৷
তিনি লিখেছেন, ২০১৪–’১৫–তে রাজ্যে ব্যাপক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছিল৷ কিন্তু তখন হাতে ক্ষমতা থাকায় রাজ্য সরকার তা নিয়ন্ত্রণ করতে পেরেছিল৷ এখন নতুন আইন হওয়ার পর কালোবাজারি রুখতে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই তাঁর সরকারের৷