খালি গায়ে চেয়ারে বসে রোদচশমা পরে পোজ। সঙ্গে হলুদ রঙের ধুতি। তিনি মদন মিত্র। বাংলার সবথেকে রঙিন রাজনীতিবিদ মদন দার নতুন ফেসবুক পোস্ট দেখে রীতিমতো ধাঁধা লেগে যাওয়ার যোগাড়। চোখে রোদচশমা পরে এবং খালি গায়ে বাসন্তী রঙের ধুতি পরে তিনি রীতিমতো চমকে দিয়েছেন সকলকে। একের পর এক পোজ দিয়ে তুলেছেন ছবি। আর তার এইসব ছবি দেখেই তার ফ্যান ক্লাবের মুখ থেকে রীতিমতো কথা না বেরোনোর মত অবস্থা। তাই তো এইসব ছবির ক্যাপশনে শুধু একটাই কথা - ওহ লাভলি।
সম্প্রতি মদন মিত্র ফ্যান ক্লাব নামের একটি ফেসবুক পেজ থেকে মদন মিত্রর বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে, যেখানে তাকে দেখা যাচ্ছে একেবারে জন্মাষ্টমী স্পেশাল লুকে অনেকটা গোপালের মতই। দুধ সাদা গায়ের রং, খালি গায়ে একটা বাসন্তী রঙের ধুতি পরে, সঙ্গে রোদচশমা। এই পোশাকেই একেরপর এক পোজ দিচ্ছেন কামার হাটির বিধায়ক। কোথাও তিনি দবং ছবির সালমান খান, আবার কোথাও তিনি একেবারে বাঙালি বাবু। কোথাও তাকে দেখা যাচ্ছে লোকের সাথে কথা বলতে আবার কোথাও দেখা যাচ্ছে নিজের বাইসেপ দেখাতে। মুহূর্তেই নেট মাধ্যমে ভাইরাল হতে শুরু করে দিয়েছে মদন মিত্রের এইসব ছবি। আর এই ছবির ক্যাপশনে আছে মদন মিত্রের ট্রেডমার্ক ডায়ালগ, 'ওহ লাভলি!'
তবে এই প্রথম যে আমরা মদন মিত্রকে এইভাবে দেখছি সেটা কিন্তু না। যেদিন তিনি ভোটে জিতে বিধায়ক হয়ে ছিলেন সেদিনও আমরা তাকে দেখেছিলাম খালি গায়ে লাল রঙের একটা ধুতি পরে পুজো দিতে। সঙ্গেই তার হাতে ছিল ভিক্টরি সাইন। কখনো আবার রাজার বেশে আবার কখনো বা ঘোড়ায় চড়ে তিনি শিরোনামে উঠে এসেছেন। আবার বিধানসভায় একেবারে তাক লাগিয়ে দেওয়া পাঞ্জাবি আর দুবাই থেকে আনা ইমপোর্টেড জুতো পরেও তিনি শোরগোল ফেলে দিয়েছিলেন শিরোনামের তালিকায়। আর এবারে সরাসরি গোপালের সাজে মদন মিত্র, যা দেখে অনুরাগীদের গ্রুপ থেকে শুরু করে ফ্যান ক্লাব, সকলের মুখেই মদন দার সেই কালজয়ী ডায়ালগ , 'ওহ লাভলি!'