করোনা আবহে একুশে বাংলা বিধানসভা নির্বাচন চলছে জোরকদমে। আগামীকাল রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। কিন্তু হঠাৎ করে আজ ফের অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। পঞ্চম দফার নির্বাচনে কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন মদন মিত্র। নির্বাচনের দিনও তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আজ সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। বর্তমানে তাকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন বিভাগে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চম দফার নির্বাচনের দিন মদন মিত্র হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি সেদিন সকাল থেকেই বাইক নিয়ে নিজের এলাকায় ভোটকেন্দ্রগুলি পরিদর্শন করেন। বিকেলের ঠিক আগে তার শ্বাসকষ্ট হয় এবং বুকে ব্যথা করে। তখন তাকে রথতলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নিয়ে গিয়ে অক্সিজেন দেওয়া হয়। তারপর চিকিৎসা এসে পরীক্ষা করে তাকে বাড়ি থেকে যেতে বলে। সেদিন জানা গিয়েছিল যে গ্যাস্ট্রিকের জন্য হয়তো মদন মিত্রের সমস্যা হয়েছে। তবে আজ ফের শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।